IPL 2024: ম্যাচের মাঝেই হার্দিকের জন্য বিরাট পদক্ষেপ নিলেন কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪ আইপিএলের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডেয়া। মুম্বইয়ের হয়ে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডেয়া। এরপর ম্যাচের মাঝে রোহিতকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে পাঠানো এবং বিভিন্ন ঘটনার কারণে হার্দিক পান্ডেয়া প্রত্যেকটি স্টেডিয়ামে বিদ্রুপের শিকার হয়েছেন। 'বু' করা হয়েছে তাঁকে। এবার হার্দিকের পাশে দাড়াতেই বড় সিদ্ধান্ত নিলেন কোহলি।
ঘটনাটি ঘটে মুম্বইয়ের ব্যাটিংয়ের ১৩তম ওভারে। মুম্বইয়ের রানসংখ্যা দুই উইকেটের বিনিময় ১৫৫। হার্দিক তখন ন্যাট করতে নামেন। সেই সময়েই তাঁকে গ্যালারি থেকে 'বু' করা হয়, যা কোহলির নজরে আসে। দর্শকদের এই বিদ্রুপ দেখে প্রথমে হতাশ হন বিরাট। এরপর তিনি দর্শকদের অনুরোধ করেন হার্দিকের সাথে এমন ব্যবহার বন্ধ করতে।
কোহলির অনুরোধ মেনে নিয়ে দর্শকরা হার্দিক-হার্দিক স্লোগান শুরু করেন। যদিও মুম্বই অধিনায়ক এসব বিষয় মাথা না ঘামিয়ে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেন।
মাত্র ৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন হার্দিক, যা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্যই স্বস্তি যোগাবে ভারতীয় ম্যানেজমেন্টকে। তবে কোহলির এই বিরাট মনের পরিচয় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
তবে শুধু বিরাট নয়, এর আগে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলিও হার্দিক পান্ডেয়ার পাশে দাঁড়িয়েছিলেন। সৌরভ জানিয়েছিলেন যে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব পাওয়া হার্দিকের দোষ নয়। মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের শুরুতেও সঞ্জয় মাঞ্জেকর সমর্থকদের ভদ্র ব্যবহারের কথা বলেছিলেন। সেই ম্যাচেই রোহিত শর্মাও ওয়াংখেড়ের দর্শকদের হার্দিকের উদ্দেশ্যে 'বু' করা বন্ধ করতে অনুরোধ করেছিলেন।
এছাড়াও নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন, ধারাভাষ্যের সময় হর্ষ ভোগলে হার্দিক পান্ডেয়ার সমর্থনে কথা বলেছেন।
সামনেই ক্রিকেট বিশ্বকাপ। যে বিশ্বকাপে ভারতীয় জার্সি পরে বিশ্বজয়ের উদ্দেশ্যে খেলতে নামবেন হার্দিক পান্ডেয়া। কিন্তু যে মানুষটি দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে সেই মানুষটিকেই প্রত্যেক মাঠে বিদ্রুপের শিকার হওয়া মোটেই ভালো বার্তা নয়। প্রাক্তন ও বর্তমান তারকা-মহাতারকা ক্রিকেটাররাও সেই কারণেই হার্দিকের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন।