স্ট্রাইক রেট বিতর্কে এবার সমালোচকদের এক হাত নিলেন বিরাট কোহলির ছোটবেলার কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন বিরাট কোহলি। প্রতি ম্যাচেই তাঁর ব্যাটে আসছে রান। তবুও বিতর্ক তাঁর পিছন ছাড়ছে না। বিতর্কের বিষয়বস্তু স্ট্রাইক রেট। সমালোচকদের দাবি বিরাটের কম স্ট্রাইক রেটের কারণে হারছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। এবার এই বিতর্ক নিয়েই মুখ খুললেন বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।
প্রসঙ্গত ২০২৪ আইপিএলে লিগ টেবিলের শেষের দিকে রয়েছে আরসিবি দল। ৫ ম্যাচে মাত্র ১ টিতে জয়লাভ করেছে বিরাট-ডুপ্লেসিসের দল। অন্যদিকে শেষ ম্যাচে জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শতরান করেন কোহলি। ৭২ বলে ১১৩ রান করেন বিরাট।
এই বিষয় এবার বড় অভিযোগ আনলেন রাজকুমার। ইন্ডিয়া নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "দেখুন এটা একটা লবি এজেন্ডা চালাচ্ছে। তবে একজন ভক্ত বা সত্যিকারের বিশেষজ্ঞ হিসাবে আমরা তাদের এজেন্ডা নিয়ে চিন্তিত নই। দেখুন, রাজা সর্বদা রাজাই থাকে। ক্রিকেটের 'ক'-ও যিনি বোঝেন তিনি এসব বলবেন না।"
এরসাথে তিনি যোগ করেন, "তাঁরা খবরে থাকার জন্য এসব কথা বলে। আপনি কোনও সাধারণ মানুষের বিষয় কথা বললে আপনি হেডলাইনে আসবেন না। কিন্তু আপনি বিরাট কোহলির বিষয় কথা বললে আপনি খবরের হেডলাইনে চলে আসবেন।"
বর্তমানে ৫ ম্যাচ খেলে বিরাটের রান সংখ্যা ৩১৬। স্ট্রাইক রেট ১৪৬.৩৩।