বিশ্বের সবচেয়ে প্রিয় ক্রিকেটার তিনি: ধোনি মন্ত্রে মুগ্ধ রাসেল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ক্রিকেট বিশ্বের যেসমস্ত ক্রিকেটারকে সকল ক্রিকেট ভক্তরা পছন্দ করেন তাঁদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি অন্যতম। প্রাক্তন ভারতীয় অধিনায়ক যে মাঠেই খেলুক না কেন তাঁর নামেই জয়ধ্বনি ওঠে। শুধু সমর্থকেরাই নয়, ক্রিকেটাররাও ভালোবাসেন ধোনিকে। তাঁর উপস্থিতি বদলে দেয় মাঠের আবহ। সোমবার চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ৭ উইকেটে জয়ী হয় চেন্নাই। এই ম্যাচে ধোনিকে নিয়ে উন্মাদনা নিয়েই এবার বড় মন্তব্য করলেন কেকেআর তারকা আন্দ্রে রাসেল।
প্রসঙ্গত ধোনি যখন ব্যাট করতে নামেন তখন সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল দেখার মত। গ্যালারিতে সমর্থকদের গর্জনে কানে আঙুল দিতে বাধ্য হন রাসেল।
ম্যাচ শেষে রাসেল নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টোরি দেন। যেখানে দেখা যায় একজন ক্রিকেট ভক্ত একটি ছবি পোস্ট করেছেন যেখানে ধোনির সাথে হাসি মুখে কথা বলছেন রাসেল এবং আলিঙ্গন করছেন গম্ভীর।
এই ছবির নীচে রাসেল লেখেন, "আমি খুব সহজেই মনে করি যে তিনি বিশ্বের সবচেয়ে প্রিয় ক্রিকেটার।"
অন্যদিকে এই ম্যাচের সেরা রবীন্দ্র জাডেজা ধোনির সম্পর্কে বলেন, "ধোনির এক ঝলক দেখা গেলে সমর্থকদের টিকিটের পয়সা উশুল হয়ে যাবে।"