আইপিএল ২০২৩ এর জন্য বিসিসিআই নিয়ে এল "ইমপ্যাক্ট প্লেয়ার" নিয়ম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএলের নিয়মাবলীতে বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে। এর মধ্যে যে নিয়মটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হল- "ইমপ্যাক্ট প্লেয়ার"। আসন্ন আইপিএলের ম্যাচগুলিতে দলের অধিনায়কেরা দুটি করে প্রথম একাদশ তালিকা নিয়ে টস করতে যাবেন। এবং টস হওয়ার পর তারা চূড়ান্ত প্রথম একাদশের তালিকা দেবেন। এই নিয়ম পরিবর্তনের ফলে ফ্র্যাঞ্চাইজি দলগুলির নিঃসন্দেহে বাড়তি সুবিধা হতে চলেছে। অধিনায়কেরা টসের উপর নির্ভর করে খেলোয়াড় খেলাতে পারবেন।
বিসিসিআই এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, "বর্তমানে দলের অধিনায়কদের চূড়ান্ত দলের তালিকা টস হওয়ার আগেই দিতে হয়। এই নিয়ম পরিবর্তন করা হয়েছে যাতে দলগুলি টসের পর ব্যাটিং করবে না বোলিং তার উপর নির্ভর করে দল নামাতে পারবে। এই নিয়মের সাহায্যে দল গুলিকে 'ইমপ্যাক্ট প্লেয়ার' এর পরিকল্পনা বানাতে সাহায্য করবে।"
দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগের পর আইপিএল দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হতে চলেছে যেখানে দলগুলি তাদের প্রথম একাদশ ঘোষণা করবে টসের পর। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে দলগুলি ১৩ জনের দলের তালিকা টসের আগে প্রকাশ করে এবং টসের পর চূড়ান্ত একাদশ টসের পর ঘোষণা করে।
এই নতুন নিয়মের কারণে কোনো দলই আর টস জেতার বাড়তি সুবিধা পাবে না।
ভারতের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ভিন্ন ভিন্ন হওয়ায় অনেক পিচেই শিশির ম্যাচের একটি বড় নির্ণায়ক হয়ে দাঁড়ায়। বিশেষত যে দল পরে বল করে সেই দল বাড়তি সুবিধা পায়।
এই নিয়ম পরিবর্তনের পাশাপাশি ২০২৩ আইপিএল থেকেই আরও একটি নিয়ম চালু হতে চলেছে, যেখানে উইকেট রক্ষক যদি কোনো বলের সময় কোনোরকম নিয়মের বাইরে নড়াচড়া করে তাহলে বলটি ডেড বল ঘোষিত হবে এবং ৫ রানের পেনাল্টি দেওয়া হবে।
সব মিলিয়ে ২০২৩ আইপিএলে ক্রিকেটের এক নতুন রূপ দেখা যেতে চলেছে।