IPL 2022 : পুরোনো দল KKR কে হারিয়ে উচ্ছ্বাসে টেবিলে আঘাত লখনউ মেন্টর গৌতম গম্ভীরের ! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক সময় নিজের হাতে এই কেকেআর দলটিকে অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি করেছিলেন গৌতম গম্ভীর। জিতিয়েছেন দুইটি আইপিএল খেতাবও। কিন্তু গম্ভীর যাওয়ার পর সেই খেতাবের স্বাদ পায়নি নাইটরা। সময় পেরিয়েছে, এখন গম্ভীর ও কলকাতা নাইট রাইডার্স দুই ভিন্ন শিবিরে।
শনিবার লখনউ সুপার জায়ান্টসের কাছে মুখ থুবড়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। চরম ব্যাটিং বিপর্যয়ের জেরে নাইটরা মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায়, আর এর জেরে ৭৫ রানের হার হজম করতে হয় দুইবারের আইপিএল চ্যাম্পিয়নদের।
আর এই জয়ের পর উচ্ছ্বসিত রুপে দেখা যায় লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরকে। পুরোনো দলের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি না রেখে আগ্রাসী সেলিব্রেশন করেন গম্ভীর। জয়ের পর ডাগআউটে চিৎকার করে টেবিল চাপড়ান প্রাক্তন ভারতীয় ওপেনার। দেখে নিন সেই ভিডিও -