IPL 2022 : আগামী ম্যাচের জন্য নতুন জার্সি পড়ে নামবে RCB ও LSG! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এর দুই শক্তিধর দল লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের ম্যাচ খেলবে যথাক্রমে শনি ও রবিবার। লখনউ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুধদে, এদিকে আরসিবি নামবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে।
আর নিজেদের ম্যাচে নামার আগে, সমর্থকদের জন্য সারপ্রাইজ দিল এই দুই ফ্র্যাঞ্চাইজি। লখনউ ও ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নিজেদের আগামী ম্যাচে নতুন জার্সি পড়ে নামবে মাঠে।
লখনউ সুপার জায়ান্টস নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি মনীশ পান্ডের হাতে নতুন জার্সির সেট তুলে দিয়েছে। দেখুন সেই ভিডিও -
এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, গো গ্রিন প্রকল্পের জন্য রবিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে সবুজ জার্সি পড়ে নামবে তারা। ২০১১ সাল থেকে এই প্রকল্পের সাথে জড়িত রয়েছে আরসিবি।
এই মুহুর্তে আইপিএল ২০২২ প্লেঅফসে যাওয়ার জন্য দুই বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে লখনউ ও আরসিবি।