IPL 2022 Final : গুজরাট-রাজস্থানের মহারণে এই পাঁচ তারকা হতে পারেন ফাইনালের শো-স্টপার!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী রবিবার, অর্থাৎ ২৯ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২২ ফাইনালে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। লিগ পর্যায়ের দুই শীর্ষস্থানাধিকারী দলই মুখোমুখি হতে চলেছে ফাইনালে।
একদিকে কোয়ালিফায়ার ওয়ানে রাজস্থানকে হারিয়ে ফাইনালে উঠেছিল গুজরাট, অন্যদিকে কোয়ালিফায়ার টু-তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সাত উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করে রাজস্থান।
এই দুই দলেই রয়েছেন একাধিক ম্যাচ উইনার! একদিকে গুজরাটে রয়েছেন শামি-হার্দিক-রশিদদের মত তারকা, অন্যদিকে রাজস্থানে রয়েছেন বাটলার-চাহাল-অশ্বিনদের মত সুপারস্টাররা। এই পরিস্থিতিতে, আমরা দেখে নেব এমন পাঁচ খেলোয়াড়, যারা এই ফাইনালের শো স্টপার হতে পারেন।
গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া একটি দুর্দান্ত মরশুম কাটাচ্ছেন। ব্যাট ও বল হাতে অবদান রাখছেন হার্দিক। ব্যাট হাতে ১৪ ম্যাচে ৪৬ এর গড়ে ও চারটি অর্ধশতরান সহ ৪০০ রান করেন হার্দিক। ফলে ফাইনালে ঘরের মাঠে বড় ভূমিকা নিতে পারেন হার্দিক।
রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন নিজের অধিনায়কত্বে সকলকে মুগ্ধ করেছেন। ব্যাট হাতে বেশ বড় অবদান রেখেছেন সঞ্জু। ১৬ ম্যাচে ১৪৭.৫০ স্ট্রাইক রেটে ৪৪৪ রান করেছেন স্যামসন। ফলে ফাইনালে স্যামসনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে রাজস্থান।
তারকা এই ভারতীয় পেসার গুজরাটের সাফল্যের অন্যতম বড় কারণ। ১৫ ম্যাচে নিয়েছেন ১৯টি উইকেট, যেখানে গড় ২৩.৯৪ এবং ইকোনমি রেট ৮ এর কম। ফলে শামির বোলিংয়ে রাজস্থানের ব্যাটিং অর্ডার ভাঙার সমূহ সম্ভাবনা রয়েছে।
রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম মরশুমে চাহাল চমক দেখিয়েছেন। পার্পল ক্যাপে দ্বিতীয় স্থানাধিকারী চাহাল ১৬ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন। চলতি মরশুমে একবার পাঁচ উইকেট নিয়েছেন এবং একবার হ্যাটট্রিকও করেছেন চাহাল। ফলে চাহালের লেগস্পিনে সাবধান থাকতে হবে গুজরাটকে।
অরেঞ্জ ক্যাপ ধারণকারী জস বাটলার এই ফাইনালের বড় প্লেয়ার হতে পারেন। কোয়ালিফায়ার ২-তে অনবদ্য শতরান করে বাটলার বুঝিয়েছেন, ফর্ম রয়েছে তার সাথে। ১৬ ম্যাচে ৮০০ এর বেশি রান করেছেন বাটলার, করেছেন চারটি শতরানও। আর ২৪ রান করতে পারলে আইপিএলের একটি মরশুমের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করে ফেলবেন বাটলার।