IPL 2022 Final : মেগা ফাইনালে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার আইপিএল ২০২২ এর মেগা ফাইনালে নামছে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ফাইনালের আয়োজনকে ঘিরে কাজ চলছে শেষ মুহুর্তের।
এই পরিস্থিতিতে, ফাইনালকে আলোকিত করতে উপস্থিত হতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও একাধিক বলিউড সুপারস্টাররাও হাজির থাকবেন এই ফাইনাল দেখার জন্য।
আর সেই কারণে গোটা স্টেডিয়াম জুড়ে পুলিশি নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। আহমেদাবাদ শহরে ছয় হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। আহমেদাবাদ সিটির কমিশনার সঞ্জয় শ্রীবাস্তব জানিয়েছেন, ১৭জন ডিসিপি, ৪জন ডিআইজি, ২৮জন এসিপি, ৫১জন পুলিশ ইনস্পেক্টর, ২৬৮জন সাব ইনস্পেক্টর, ৫০০০ এরও বেশি কনস্টেবল ও ১০০০ এরও বেশি হোম গার্ড সহ এসআরপি-এর তিন কোম্পানি মোতায়েন থাকবে এই ফাইনালের জন্য।
মেগা ফাইনাল শুরুর আগে, বিদায়ী অনুষ্ঠান মাতাবেন অস্কার জয়ী সঙ্গীতশিল্পী এআর রহমান এবং বলিউড সুপারস্টার রনবীর সিং। অনুষ্ঠানটি চলবে ৪৫ মিনিট মতন।