IPL 2022 Final : গুরু ধোনির থেকে শিক্ষা নিয়ে এই কাজ করলেন হার্দিক পান্ডিয়া! মুগ্ধ হবেন আপনিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অভিষেকেই বাজিমাত গুজরাটের। আইপিএল ২০২২ ফাইনালে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে খেতাব জিতল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। আর গোটা টুর্নামেন্ট জুড়ে হার্দিকের অধিনায়কত্ব ও অলরাউন্ড পারফর্মেন্স সত্যিই ছিল চোখে পড়ার মত।
একাধিক ক্ষেত্রে হার্দিকের অধিনায়কত্ব মহেন্দ্র সিং ধোনির সাথে তুলনা করা হয়ে থাকে। হার্দিক নিজেও তার গুরু ও দাদা হিসেবে মানেন ধোনিকে। তবে ফাইনাল জেতার পর এমন একটি কাজ করলেন হার্দিক, যা মনে করিয়ে দেবে মহেন্দ্র সিং ধোনিকে।
ম্যাচ শেষে প্রেজেন্টেশনে যখন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ হার্দিকের হাতে ট্রফি তুলে দেন, তখন তিনি সেই ট্রফি দিয়ে দেন জুনিয়র খেলোয়াড়দের হাতে, আর নিজের সরে যান একেবারে বাঁদিকে।
এই ধরণের কাজ আগেও করতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। আর সেই ধারা বজায় রেখেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এবার হার্দিক পান্ডিয়াও এই অসাধারণ কাজের ধারাটি বহন করে চললেন।
ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেন হার্দিক, অধিনায়কোচিত বলা যেতে পারে। বল হাতে চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন জস বাটলার, শিমরন হেটমায়ার ও সঞ্জু স্যামসনকে। এরপর ব্যাট হাতে গুজরাট যখন চাপে ছিল, তখন হার্দিক ৩০ বলে ৩৪ রান করেন।