কোয়ালিফায়ারের আগে বড় ধাক্কা RCB এর, শাস্তি পেলেন দীনেশ কার্তিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আইপিএল ২০২২ এর কোয়ালিফায়ার ২-তে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচের আগে বড় খবর এল আরসিবি শিবিরে। শাস্তি পেলেন অভিজ্ঞ কিপার-ব্যাটার দীনেশ কার্তিক।
এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে কোড অফ কন্ডাক্ট ভাঙেন দীনেশ কার্তিক। যদিও কি কারণে এই কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন, সে নিয়ে বিবৃতিতে কোনও উত্তর আসেনি। যদিও জল্পনা, ব্যাটিং করার সময়ে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন কার্তিক। এবং সেই শাস্তি স্বীকার করেছেন কার্তিক।
আইপিএলের তরফে বিবৃতিতে বলা হয়েছে, "দীনেশ কার্তিক আইপিএল কোড অফ কন্ডাক্টের ২.৩ ধারার লেভেল ওয়ান অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি গ্রহণ করেছেন। কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান ভাঙলে, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চুড়ান্ত।"
তবে এর জেরে রাজস্থানের বিরুদ্ধে নামতে পারবেন না কার্তিক, এমনটা নয়। লখনউয়ের বিরুদ্ধে ২৩ বলে অপরাজিত ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন কার্তিক, এবং রজত পাতিদারের সাথে ৪১ বলে ৯২ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েন এই অভিজ্ঞ কিপার ব্যাটার।