IPL 2022 : ইডেনে এবার বেবি গাঙ্গুলি হিসেবে নামবেন যশস্বী জয়সওয়াল? দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার আইপিএল ২০২২ এর প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আর এই ম্যাচে অনেকের নজর থাকবে তরুণ বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়ালের উপর।
যশস্বীর ব্যাটিং দেখলে অনেকটাই মনে পড়ে যায় তরুণ সৌরভ গাঙ্গুলির সেই অবিস্মরণীয় খেলা। এমনকি, সৌরভ গাঙ্গুলি যে ধরণের প্যাড পড়তেন, সেরকম ধরণের প্যাড পড়ে ব্যাট করেন যশস্বী। এবার যশস্বীর উপর এল বেবি গাঙ্গুলির তকমা!
রাজস্থান রয়্যালস নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে, যেখানে ইডেন গার্ডেন্সে অনুশীলন চলাকালীন মাঠের চারিদিকে বড় শট মারেন যশস্বী। আর এই নিয়ে রাজস্থান ক্যাপশনে লিখেছে, "ইডেন গার্ডেন্সে দাপিয়ে বেড়াচ্ছেন বেবি গাঙ্গুলি।"
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। গত চার ম্যাচে, যশস্বী তিনটি ৪০ এর বেশি রানের ইনিংস খেলেন। আইপিএল ২০২২ এ, সাত ম্যাচে ৩০ এর গড়ে ও ১৩৫.০৩ এর স্ট্রাইক রেটে ২১২ রান করেছেন এই মুম্বইকার।