ব্রায়ান লারা স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের ২০০ রানে হারিয়ে সিরিজ জয় ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মুকেশ কুমার এবং শার্দুল ঠাকুরের দুরন্ত বোলিংয়ের দাপটে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ রানের ব্যবধানে সিরিজ চ্যাম্পিয়ন হয়েছে। টস জিতে শাই হোপ প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। শুরুতেই ইশান কিষাণ এবং শুভমন গিল ১৪৩ রানের একটি অসাধারণ ওপেনিং জুটি গড়েন। ইশান ৬৪ বলে ৭৭ রান করে আউট হন। এই সিরিজে এটি তাঁর তৃতীয় অর্ধশতরান। এছাড়াও শুভমন গিল ৯২ বলে ৮৫ রানের দুরন্ত ইনিংস খেলেন।
তবে রুতুরাজ গায়কোয়াড় ব্যাট হাতে সেভাবে প্রভাব ফেলতে ব্যর্থ হন, ১৪ বলে মাত্র ৮ রান করেন। অন্যদিকে সঞ্জু স্যামসন এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া ঝড়ো ব্যাটিং করেন। দুজনেই অর্ধশতক করে ভারতকে বড় রানে পৌঁছে দিতে সাহায্য করেন।
আরও পড়ুন: ডুরান্ডের ‘গ্রুপ অফ ডেথ’-এ মোহনবাগান! জানালেন কোচ বাস্তব রায়
৩৫১ রান তাড়া করতে নেমে, মুকেশ কুমারের দুরন্ত স্পেলে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পাওয়ার-প্লে'তে তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটার আউট হন। ব্র্যান্ডন কিং (৫ বলে ০), কাইল মায়ার্স (১০ বলে ৪), এবং শাই হোপ (৯ বলে ৫) রান করে আউট হন। লোয়ার-অর্ডার ব্যাটারদের প্রচেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ ১৫১ রান করে।
ব্যাট হাতে শুভমন গিলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হন তিনি। ইশান কিষাণের ধারাবাহিক তিনটি ম্যাচেই অর্ধশতরানের জন্য তিনি সিরিজের সেরা হন। সামগ্রিকভাবে এই জয় ভারতীয় দলের একটি দুর্দান্ত দলগত পারফরমেন্স ছিল।