রিপোর্ট : দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পেতে পারেন মহসিন-উমরান! ফিরতে পারেন হার্দিক-কার্তিকও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক দিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা টি২০ আন্তর্জাতিক সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। আর এই সিরিজে চলতি আইপিএলের একাধিক সেরা পারফর্মারকে বেছে নেওয়া হবে।
যেহেতু এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহের অত একাধিক সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামে পাঠানো হবে, ফলে নতুন কিছু মুখকে দেখার সুযোগ রয়েছে।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, আইপিএলের দুই প্রতিশ্রুতিমান পেসার উমরান মালিক ও মহসিন খানকে সুযোগ দেওয়া হতে পারে ভারতীয় দলে। এছাড়া ফিনিশার হিসেবে দুর্দান্ত পারফর্ম করা রাহুল তেওয়াতিয়াও সুযোগ পেতে পারেন।
শুধু নতুন মুখ নয়, জাতীয় দলে ব্রাত্য হওয়া খেলোয়াড়দের আবার ফিরিয়ে আনা হতে পারে। আইপিএলে দুর্দান্ত ফর্ম দেখানোয় জাতীয় দলে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ান ও দীনেশ কার্তিক।
এদিকে আবারও ভারতীয় দলে কুলচার প্রবেশ দেখা যেতে পারে। চলতি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। ফলে এই পারফর্মেন্সের ভিত্তিতে ভারতীয় দলে জুটি বাঁধতে পারেন চাহাল-কুলদীপ।