বদলে গেল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারত-পাক দ্বৈরথ সহ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ৯টি ম্যাচের বদলে গেল তারিখ। ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয় যে বিশ্বকাপের এই হাই ভোল্টেজ ম্যাচটি হবে নির্ধারিত তারিখের একদিন আগে, অর্থাৎ ১৪ অক্টোবর। দিন পরিবর্তন হলেও খেলা হবে আহমেদাবাদেই।
তবে শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি ১৪ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর খেলা হবে। এছাড়াও পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচটি ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর হায়দ্রাবাদে খেলা হবে।
আরও পড়ুন- কলকাতা লিগে রেলকে হারাল ইস্টবেঙ্গল
অন্যদিকে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচটি ১৩ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর খেলা হবে। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচটি ১৪ অক্টোবরের পরিবর্তে ১৩ অক্টোবর চেন্নাইয়ে খেলা হবে।
এরপর গ্রুপ পর্যায়ের শেষের দিকে পুনেতে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ এবং কলকাতায় ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচদুটি ১২ নভেম্বরের পরিবর্তে ১১ নভেম্বর খেলা হবে।
পাকিস্তান ম্যাচ ছাড়াও নেদারল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ পর্যায়ের ম্যাচের সূচিও পরিবর্তন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ম্যাচটি ১১ নভেম্বরের পরিবর্তে ১২ নভেম্বর খেলা হবে।
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে এবং ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।