সূর্যের দাপটে তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল হার্দিক পান্ডিয়ারা। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন সূর্যকুমার যাদব ৮৩ (৪৪)।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং করেন সর্বাধিক ৪২ বলে ৪২। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে। অধিনায়ক রভম্যান ১৯ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। কুলদীপ যাদব এদিন রবি বিষ্ণোইয়ের পরিবর্তে দলে এসে ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল নেন ১টি করে উইকেট।
আরও পড়ুন: সেনাবাহিনীকে সম্মান জানিয়ে ডুরান্ড কমিটির দাবি মেনে নিল মোহনবাগান
ভারতের সামনে জয়ের জন্য ১৬০ রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যে সহজে পৌঁছন সম্ভব হলো সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিয়ের সৌজন্যেই। তিনে নেমে ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করার পর সূর্য থামলেন ৪৪ বলে ৮৩ রানে।তৃতীয় উইকেট জুটিতে তিলক বর্মাকে নিয়ে ৫১ বলে ৮৭ রানের পার্টনারশিপ গড়েন সূর্য। তিনি আউট হন ১২.৪ ওভারে ১২১ রানের মাথায়। এরপর হার্দিক ও তিলক বর্মার সৌজন্যে সহজেই বাকি রান করে ফেলে ভারত।