রিপোর্ট : রোহিত শর্মা সুস্থ না হলে পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন এই সুপারস্টার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার সকালে বড় খবর উঠে এসেছে, করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের অধিনায়ক তথা তারকা ওপেনার রোহিত শর্মা। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ ধরা পড়ার পর টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন রোহিত।
এর ফলে আর কয়েক দিন বাদে, অর্থাৎ ১ জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অনিশ্চিত হয়ে গেলেন রোহিত। এদিকে চোটের কারণে টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলেন সহ অধিনায়ক কেএল রাহুল। আর এর জেরে প্রশ্ন উঠেছে, কে নেতৃত্ব দেবেন টিম ইন্ডিয়াকে?
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, সুপারস্টার ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। আর এর জেরে ৩৫ বছর পর কোনও ফাস্ট বোলার ভারতের অধিনায়কত্ব করবেন। ১৯৮৭ সালে শেষবার কপিল দেব একজন ফাস্ট বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে সহ অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন বুমরাহ। এবং সেই সময়ে তিনি জানিয়েছিলেন, নেতৃত্বের সুযোগ পেলে তিনি তৈরি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য।
বুমরাহ বলেছিলেন, "যদি সুযোগ আসে, সেটি আমার কাছে সম্মানের হবে। আমার মনে হয় না কোনও খেলোয়াড় এতে না বলবে। এর থেকে বড় অনুভূতি আর কিছুতেই নেই। আমি কোনও জিনিসের পিছনে তাড়া করতে পছন্দ করি না, কারণ আমি তা করতে চাই না। আমি এমন একজন মানুষ যে বিশ্বাস করে ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে এবং সব কিছু ঠিকঠাক হবে, তাই আমি সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে চাই না। আমি কোনও কিছুর পরিবর্তন করতে চাই না।"