রিপোর্ট : স্টারকে টপকে আইপিএল মিডিয়া স্বত্ত্বাধিকার জিততে চলেছে এই সংস্থা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২০২৩-২০২৭ সালের আইপিএল মিডিয়া স্বত্ত্বাধিকার কাদের হাতে থাকবে, এই নিয়ে আগ্রহ চুড়ান্ত পর্যায়ের। রবিবার থেকে শুরু হওয়া ই-নিলামে বেশ বড় অর্থের বিড উঠেছিল।
এবার একাধিক অপ্রমাণিত সূত্র মারফত খবর, টিভি স্বত্ত্বাধিকার নেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। যা শোনা যাচ্ছে, ডিজনি-স্টার, রিলায়েন্স-ভায়াকম ১৮ ও জি-কে টপকে ৫৭.৫ কোটি টাকা দিয়ে বিড জিতেছে সোনি।
এদিকে প্যাকেজ এ এর সর্বোচ্চ বিড উঠেছে ২৩,৫৭৫ কোটি টাকা (৫৭.৫ কোটি প্রতি ম্যাচ), এবং ভারতের ডিজিটাল স্বত্ত্বাধিকারের জন্য প্যাকেজ বি-তে উঠেছে ১৯,৬৮০ কোটি টাকা (৪৮ কোটি প্রতি ম্যাচ)। এও শোনা যাচ্ছে, প্যাকেজ এ জয়ী সংস্থা প্যাকেজ বি এর জয়ী সংস্থার বিডকে চ্যালেঞ্জ জানিয়েছে।
এখন এটিই প্রশ্ন, প্যাকেজ এ ও বি কারা জিতেছে? অপ্রমাণিত সূত্র মারফত খবর, ভারতীয় উপমহাদেশে সম্প্রচারের স্বত্ত্বাধিকার জিতেছে সোনি। যদিও বিসিসিআইয়ের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।