'আমরা বিলাসিতা চাইনি কিন্তু..' ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিয়ে কড়া সমালোচনা হার্দিক পান্ডিয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ 2-1 ফলাফলে ভারতীয় দল জিততে নিলেও রোহিতের অবর্তমানে ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া মোটেই খুশি নন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় হার্দিক পান্ডিয়া জানিয়েছেন যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ভারতীয় দলের সাধারণ চাহিদা থেকে বঞ্চিত করেছে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল দুটি টেস্ট ম্যাচ তিনটি ওডিআই ম্যাচ এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। টেস্ট এবং ওডিআই সিরিজ সম্পূর্ণ হলেও টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই ক্ষোভ প্রকাশ করলেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন- রোনাল্ডোর পথেই সৌদি আরবে যোগ দিলেন আরও এক তারকা ফুটবলার
ম্যাচ শেষে সাংবাদিকদের হার্দিক বলেছেন, "আমরা যে মাঠে খেলেছি তার মধ্যে এটি ছিল অন্যতম সুন্দর। আমরা পরের বার ওয়েস্ট ইন্ডিজ সফরে এলে পরিস্থিতি আরও ভাল হতে পারে, বিশেষত যাতায়াতের মতো বিষয়গুলি। আশা করি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই বিষয়গুলি খেয়াল রাখবে এবং নিশ্চিত করবে যাতে এই সমস্যা আবার না হয়। আমরা কোনও বিলাসিতা চাই না কিন্তু আমাদের কিছু মৌলিক প্রয়োজনের যত্ন নেওয়া দরকার।"