আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ডাবলিনের উদ্দেশ্যে রওনা দিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। আগামী ২৬ তারিখ থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত। এবং এই দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে গিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ।
চোট সারিয়ে এই সিরিজে ফিরছেন তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এছাড়া আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা রাহুল ত্রিপাঠী প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। এদিকে সকলের নজর থাকবে দুই তরুণ পেসার উমরান মালিক ও আরশদীপ সিংয়ের উপর, যারা সদ্য দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে থাকলেও খেলার সুযোগ পাননি।
আগামী ২৬ ও ২৮ জুন মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দল - হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, ইশান কিশান, হর্ষাল প্যাটেল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, আভেশ খান, উমরান মালিক, আরশদীপ সিং, রুতুরাজ গায়কোয়াড়, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই।