অভিষেকেই বাজিমাত! রাজস্থানকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক এ যেন এল, দেখল, জয় করল! এমনটাই বলা যায়। প্রথমবার এসেই আইপিএল খেতাব জিতে নিল গুজরাট টাইটান্স। এবং যোগ্য চ্যাম্পিয়ন হিসেবেই জিতল হার্দিক পান্ডিয়ার দল। ফাইনালে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে খেতাব জিতল গুজরাট।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক সমর্থকদের মাঝে কার্যত ঘরের মাঠের সুবিধা পায় গুজরাট। প্রথমে ব্যাট করতে নামা রাজস্থানকে দাঁড়াতেই দেয়নি গুজরাট। দুরন্ত ফর্মে থাকা জস বাটলার কেবল ৩৯ করেই আউট হন।
আর গুজরাটের এই অনবদ্য বোলিং পারফর্মেন্সকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া, মাত্র ১৭ রান দিয়ে তিন উইকেট নেন। এছাড়া রবি সাই কিশোর নেন দুই উইকেট। এর জেরে রাজস্থান ২০ ওভারে মাত্র ১৩০-৯ স্কোর তোলে।
জবাবে গুজরাটকেও চাপে ফেলে রাজস্থানের বোলাররা। ঋদ্ধিমান সাহা ও ম্যাথু ওয়েডকে শুরুতেই হারায় গুজরাট। কিন্তু একদিক থেকে ধরে রাখেন শুভমন গিল, ৪৩ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। অপর প্রান্ত থেকে হার্দিক পান্ডিয়া (৩৪) ও ডেভিড মিলার (অপরাজিত ৩০) দুরন্ত ব্যাটিং করে গুজরাটের জয় নিশ্চিত করে দেন।
রাজস্থানের বোলাররা চেষ্টার অভাব রাখেননি। ট্রেন্ট বোল্ট চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে একটি উইকেট নেন। এছাড়া যুজবেন্দ্র চাহাল মাত্র ২০ রান দেন। কিন্তু তা সত্ত্বেও রানটা বড়ই কম ছিল লড়াই করার জন্য।