গুজরাট টাইটান্সের খেতাব জয় মনে করিয়ে দিল ২০১১ বিশ্বকাপ ফাইনালকে! জানলে চমকে যাবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সকলকে অবাক করে দিয়ে আইপিএল ২০২২ খেতাব জিতে নিল গুজরাট টাইটান্স। ফাইনালে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে ট্রফি জিতল গুজরাট। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল আহমেদাবাদে ঘরের মাটিতে ট্রফি জিতল অভিষেক হওয়া এই ফ্র্যাঞ্চাইজি।
তবে এই খেতাব জয়ের একাধিক মুহুর্ত স্মরণ করিয়ে দিচ্ছে ২০১১ ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ের মুহুর্তগুলিকে! কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।
২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত, এদিকে ২০২২ সালে ঘরের মাঠেই আইপিএল জিতল গুজরাট। ২০১১ ফাইনালে সাত নম্বর জার্সিধারী ব্যক্তি (মহেন্দ্র সিং ধোনি) ছয় মেরে ম্যাচ জেতান, ২০২২ ফাইনালে আর এক সাত নম্বর জার্সিধারী ক্রিকেটার (শুভমন গিল) ছয় মেরে ম্যাচ জেতান গুজরাটকে।
শুধু এখানেই মিল শেষ নয়! ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলে কোচ ছিলেন গ্যারি কার্স্টেন ও খেলোয়াড় হিসেবে ছিলেন আশিস নেহরা। ২০২২ আইপিএল জয়ে গুজরাটের কোচ হিসেবে রয়েছেন গ্যারি ও আশিস। আর শেষে, দুই ক্ষেত্রে পরাজিত দলের অংশ হিসেবে রয়ে গিয়েছেন কুমার সাঙ্গাকারা ও লাসিথ মালিঙ্গা! ২০১১ সালে খেলোয়াড় হিসেবে, ২০২২ সালে রাজস্থানের ম্যানেজমেন্টের অঙ্গ হিসেবে।
এবং এই পোস্ট করেছে স্বয়ং গুজরাট টাইটান্সও। সত্যিই অবাক করে দেওয়ার মত বিষয়টি। এতটা মিল থাকতে পারে দুই ফাইনালের মধ্যে!