গুজরাটের আইপিএল জয়ে শুভেচ্ছা জানাল কলকাতা নাইট রাইডার্স! মিষ্টি খাওয়ার আবদার হার্দিকদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএল ২০২২ শিরোপা জেতে গুজরাট টাইটান্স। নিজেদের প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন হয় গুজরাট। আর এই বিশেষ সাফল্যে ক্রিকেট জগতের নানা প্রান্ত থেকে এসেছে শুভেচ্ছা। আর শুভেচ্ছা প্রদান থেকে বাদ যায়নি কলকাতা নাইট রাইডার্সও।
গুজরাটি ভাষায় কলকাতা নাইট রাইডার্স টুইটারে শুভেচ্ছা প্রদান করে। তারা লেখে, "কেম জালসা গুজরাট টাইটান্স?" যার বাংলা অর্থ হল, জলসা কেমন চলছে?
তবে এর উত্তরটিও দারুণ দিয়েছে গুজরাট টাইটান্স। কলকাতার টুইটের জবাবে গুজরাট বাংলাতে লিখেছে, "শুধু টুইট করলে চলবে না, মিষ্টি চাই।" গুজরাটের তরফ থেকে এই বাংলা টুইট দেখে বেশ মজা পেয়েছে বাংলার ক্রিকেটপ্রেমীরা।
১৪টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে থেকে শেষ করেছিল গুজরাট টাইটান্স। কোয়ালিফায়ার ওয়ানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে গিয়েছিল গুজরাট। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই দলটিকে যথেষ্ট শক্তিশালী লেগেছে, এবং আইপিএল জয়ের যোগ্য দল হিসেবে গুজরাটকে স্বীকার করেছে ক্রিকেট বিশ্ব।