কেরিয়ার শেষ হওয়া চোট থেকে আজ সকলের নয়নের মণি! অসাধারণ কাহিনী রিঙ্কু সিংয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক সময়ে ছিলেন অবজ্ঞার পাত্র, আজ তিনিই সকলের নয়নের মণি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও কলকাতাকে জেতাতে পারেননি রিঙ্কু, কিন্তু জিতে নেন সকলের হৃদয়।
তবে আইপিএল ২০২২ নিলামের আগে চিন্তায় ছিলেন রিঙ্কু। কারণ গুরুতর একটি চোটের কারণে গেমটাইম পাননি তিনি, এবং আদৌ কোনও দল তাকে বাছবে কিনা, সে নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।
কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটে রিঙ্কু বলেন, "গত বছর আমার পক্ষে খুব কঠিন ছিল কারণ বিজয় হাজারে ট্রফিতে দুই রান নিতে গিয়ে আমি হাটুতে চোট পেয়েছিলাম। পড়ে যাওয়ার পরেই আমার মাথায় আসে আইপিএলের কথা। ওরা আমায় বলে অপারেশন দরকার এবং সুস্থ হতে সাত মাস সময় লাগবে। আমি ক্রিকেট থেকে অতদিন দূরে থেকে একেবারেই খুশি ছিলাম না।"
এরপর রিঙ্কু বলেন, "আমার বাবা দুই তিন দিন ধরে খাননি। আমি বলেছিলাম আমার চোট রয়েছে এবং এটি ক্রিকেটের অঙ্গ। আমি পরিবারের একমাত্র উপার্জক এবং এমনটা হলে পরিবারে দুশ্চিন্তা আসেই। আমি দুঃখ পেয়েছিলাম কিন্তু আমার মনে বিশ্বাস ছিল আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব।"
চলতি আইপিএলে সাত ম্যাচ খেলে ৩৪.৮ গড়ে ১৮৪ রান করেন রিঙ্কু, যেখানে স্ট্রাইক রেট ১৪৮.৭১। সুতরাং এক নয়া রিঙ্কুর পুনরুত্থান হয়েছে, তা বলাই যায়।