আমার বাবার থেকে এখন লামিন ইয়ামাল ভালো! অকপট রোনাল্ডোর ছেলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লামিন ইয়ামাল - দুই প্রজন্মের এই দুই তারকার মধ্যে ইতিমধ্যেই তুলনা শুরু হয়ে গিয়েছে। তবে বর্তমানে রোনাল্ডোর থেকে ইয়ামাল তুলনামূলকভাবে ভালো ফুটবলার, এমন বড় বার্তা দিয়ে বসল খোদ রোনাল্ডোর ছেলে।
একজন আমেরিকান স্ট্রিমারের সাথে সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকার ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল আদৌ কি তাঁর বাবার থেকে ভালো ফুটবলার লামিন ইয়ামাল? এর উত্তরে ইতিবাচক জবাব দেয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। এর জবাবে ক্রিশ্চিয়ানো জুনিয়র বলেছে, "এই মুহুর্তে, হ্যাঁ, লামিন ভালো খেলোয়াড়। তবে ও এখনও কিছুই জিততে পারেনি। লামিন খুবই ভালো, তবে এখনও সে কিছু জিততে পারেনি।"
????”Lamine Yamal is better than Cristiano Ronaldo.”
— The Screenshot Lad (@thescreenlad) July 14, 2025
????️ Cristiano Jr.: "Right now? Yeah, Lamine is good, but he hasn’t won anything yet."
pic.twitter.com/SlM3bh6BNF
যদিও এই মুহুর্তে এই দুই ফুটবলারের মধ্যে তুলনাটা অমূলক, তবে মাথায় রাখতে হবে ইতিমধ্যেই লামিনের কাছে দুটি লা লিগা খেতাব রয়েছে। যেখানে রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন খেলেও একই সংখ্যক লা লিগা জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সদ্য উয়েফা নেশনস লিগ ফাইনালে ইয়ামালের স্পেনকে হারিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে রোনাল্ডোর পর্তুগাল।
যদিও লামিনের প্রতি শ্রদ্ধা রয়েছে রোনাল্ডোর। উয়েফা নেশনস লিগ ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে রোনাল্ডো বলেছেন, "আমার ছেলে ও লামিন ইয়ামালকে একই দেখতে, গায়ের রঙ, তামাটে, চুলের স্টাইল। তাদের বয়সের ব্যবধান তিন বছরের। আমি লামিন ইয়ামালকে খুব পছন্দ করি এবং আমার ছেলে ওকে খুব শ্রদ্ধা করে।"