"আমার অপূরণীয় কিছু কাজ বাকি ছিল" - KKR এ ফিরে আসা নিয়ে বার্তা প্যাট কামিন্সের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২১ সালের আইপিএলে ১৫.৫ কোটি টাকা দিয়ে প্যাট কামিন্সকে সই করিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু মরশুমের মাঝপথেই ফিরে যেতে হয় কামিন্সকে। তবে এবারের আইপিএলের মেগা নিলামে ৭.২৫ কোটি টাকা দিয়ে আবারও ফিরিয়ে আনা হয় অজি পেসারকে।
প্রথম তিন ম্যাচ মিস করলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিরুদ্ধে ১৫ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে নিজের আগমণ স্পষ্ট করে দিয়েছেন কামিন্স। আর আবারও কলকাতায় ফিরে আসতে পেরে বেশ খুশি কামিন্স। তিনি মনে করেন, কেকেআরের হয়ে অপূরণীয় কিছু কাজ বাকি ছিল।
কেকেআর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কামিন্স বলেন, "আমি উচ্ছ্বসিত ছিলাম যখন আমায় আবার কেকেআর তুলে নেয়। এটি আমার পঞ্চম মরশুম। আমার মনে হয়েছিল যে আমার কিছু অপূরণীয় কাজ বাকি রয়েছে, কারণ আমি গত মরশুমে মাঝপথে ছেড়ে এসেছিলাম এবং দ্বিতীয়ার্ধ মিস করেছি। আইপিএলে খুব কঠিন কারণ আপনার মনে হয় আপনি কিছু একটা তৈরি করছেন এবং তারপরেই মেগা নিলাম চলে আসে। তাই খুব খুশি একই দলে ফিরে আসতে পেরে। বেশিরভাগই একই খেলোয়াড় রয়েছে, একই স্টাফ সদস্যও রয়েছে, তাই আমি খুব খুশি।"
যদিও অফ ফর্মের জেরে চারটি ম্যাচ বাদ পড়েছিলেন কামিন্স। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিরতি লেগে নেমে তিন উইকেট নেন তিনি। এবং আশা করা যায়, প্যাট কামিন্স নিজের ফর্মের মাধ্যমে কেকেআরের প্লেঅফসের আশা জিইয়ে রাখবেন।