রিপোর্ট : আইপিএলে দুরন্ত ফর্মে! জাতীয় দলে দীনেশ কার্তিককে ফেরানোর ভাবনায় নির্বাচকরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে ফিনিশারের ভূমিকায় দুর্দান্ত পারফর্ম করছেন দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১২ ম্যাচে ২৭৪ রান করেছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার, যেখানে স্ট্রাইক রেট ২০০ এর কাছাকাছি। এবং আরও বড় বিষয় হল, এই ১২ ইনিংসের মধ্যে সাত ইনিংসে তিনি অপরাজিত ছিলেন।
এবং দীনেশ কার্তিকের এই নতুন সংস্করণকে দেখে, অনেকেই চাইছেন যাতে তিনি আবারও জাতীয় দলে সুযোগ পান। এবং টি২০ বিশ্বকাপ সামনে থাকায় এই দাবি আরও জোরালো হয়ে উঠেছে। এবার যা খবর, নির্বাচকদের চিন্তাভাবনায় রয়েছেন কার্তিক।
ইনসাইডস্পোর্টের রিপোর্ট অনুযায়ী, জাতীয় নির্বাচক কমিটির এক সদস্য অত্যন্ত ইতিবাচক দীনেশ কার্তিকের ভারতীয় জার্সিতে ফেরার। তিনি বলেছেন, "যারা ধারাবাহিকভাবে পারফর্ম করছেন, তাদের জন্য দরজা খোলা। টি২০ বিশ্বকাপের আগে আমাদের কিছু সিরিজ রয়েছে এবং যদি তিনি (দীনেশ কার্তিক) পারফর্ম করে যান, ওনাকে ভাবনাচিন্তার মধ্যে রাখা হবে।"
এর আগে প্রাক্তন আরসিবি ও ভারত অধিনায়ক বিরাট কোহলি কার্তিকের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছিলেন, "আমি এই মুহুর্তে চলতি আইপিএলের সেরা খেলোয়াড়ের সাথে আছি, সে অসাধারণ। আমি বলবও না যে আরও যেন এটি চলে, কারণ এমনটাই হবে এবং তুমি যে জায়গায় রয়েছে তা আমি দেখতে পারছি। তোমাকে আবারও ব্যাট করতে দেখাটা সৌভাগ্যের। ধন্যবাদ আমাদের আবারও জেতানোর জন্য।"