বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদল, এছাড়াও হতে চলেছে একাধিক পরিবর্তন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রিপোর্ট অনুযায়ী, ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিনক্ষণ পরিবর্তন হতে চলেছে। সরকারি ভাবে যা ঘোষণা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল বিশ্বকাপের মেগা ম্যাচের দিন বদল হতে পারে। নির্ধারিত সূচি অনুসারে আগামী ১৫ অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচ গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও সেদিন নবরাত্রি উৎসব থাকায় সূচি পরিবর্তন করে ১৪ অক্টোবর করা হয়েছে।
আরও পড়ুন: “ফুটবলের সবটা বুঝেছি ওনার থেকে”- সুব্রত ভট্টাচার্যের ঢালাও প্রশংসা সুনীল ছেত্রীর
সূত্রের খবর, গত ২৭ শে জুলাই দিল্লিতে বোর্ডের বৈঠকের পর জয় শাহ জানিয়েছিলেন, "১৫ অক্টোবর গুজরাতে নবরাত্রি রয়েছে। সেই সময় ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন সমস্যা হতে পারে। তাই সেই ম্যাচ পরে হবে। তবে আহমেদাবাদেই ম্যাচ হবে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ ছাড়াও আরও কিছু ম্যাচে সূচি বদল হতে পারে। তিনটি দেশের সূচি নিয়ে আপত্তি থাকায় হতে পারে এই পরিবর্তন।"
তবে বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত-পাকিস্তান ম্যাচ আগামী ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হতে চলেছে। যা সরকারি ভাবে ঘোষণা হওয়া এখনও বাকি।