পাকিস্তানের বিরুদ্ধে ধোনির ১৮ বছরের পুরনো এই রেকর্ডটি ভাঙলেন রহমানুল্লাহ গুরবাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ বৃহস্পতিবার, হাম্বানটোটায় পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে একটি দুরন্ত পারফরম্যান্স করেন। কেকেআরের ব্যাটার আক্রমণাত্মকভাবে পাকিস্তানি বোলারদের আক্রমণ করেন। তাঁর অসাধারণ ব্যাটিংয়ের ফলে তিনি এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ ওডিআই স্কোর (১৫১ বলে ১৫১) করেছেন। গুরবাজের অসাধারণ ইনিংসটি প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনির ১৮ বছরের পুরনো রেকর্ড সহ বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দিয়েছেন।
আরও পড়ুন: সোনার ইতিহাস গড়বেন? বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামছেন নীরজ
গুরবাজ এখন পাকিস্তানের বিরুদ্ধে একজন উইকেটরক্ষক-ব্যাটারের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছেন। বিশাখাপত্তনমে খেলা দ্বিতীয় ওডিআইতে ধোনির ১৪৮ রানের আগের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। এই ম্যাচের গুরুতে ইব্রাহিম জাদরানের সাথে, গুরবাজ একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে তোলেন যার ফলে পাকিস্তানি দলের বিপক্ষে ২২৭ রানের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করা ওপেনিং জুটি গড়ে ওঠে। এরমধ্যে গুরবাজের ১৫১ রানের ইনিংসটি ছিল সবচেয়ে গুরত্বপূর্ণ।
এই ওপেনিং জুটির জন্য গুরবাজ এবং জাদরানের ২২৭ রানের পার্টনারশিপ একটি ইতিহাস সৃষ্টি করেছে। এটি ওডিআইতে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। এই তালিকার শীর্ষে থাকা একমাত্র জুটি ডেভিড ওয়ার্নার এবং ট্র্যাভিস হেড, তাদের অসামান্য ২৮৪ রানের জুটি ২০১৭ সালে অ্যাডিলেডে করেছিল।