ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হারের পর সূর্যকুমারের সমর্থনে পাশে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড় শনিবার কেনসিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে গেলেও দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করছেন। ক্যারিবিয়ানরা ২০১৯ সালের ডিসেম্বর মাসের পর ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে জয় পেয়েছে।
ভারতের ব্যাটিং পারফরম্যান্স হতাশাজনক হওয়া এবং ১৮১ রানে অলআউট হওয়া নিয়ে মুখ খুলেছেন দ্রাবিড়। ৫৫ বলে ৫৫ রান নিয়ে ইশান কিশানের প্রচেষ্টা প্রশংসনীয় ছিল, কিন্তু ভারতীয় হেড কোচ মনে করছেন অন্যান্য ব্যাটাররা হয়তো তাকে সাহায্য করতে পারেনি।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি বদল, এছাড়াও হতে চলেছে একাধিক পরিবর্তন
ভারতকে পুনরায় দলবদ্ধ হতে হবে, এছাড়াও তাদের দুর্বলতাগুলি চিহ্নিত করতে হবে এবং সিরিজের পরবর্তী ম্যাচ গুলোয় কামব্যাক করতে হবে। এই নিয়ে রাহুল দ্রাবিড় বলেন, “এশিয়া কাপের আগে এই সিরিজের মাত্র দুই-তিনটি ম্যাচ বাকি আছে, এনসিএ-তে আমাদের যে প্লেয়ারদের চোট রয়েছে তাদের খেলা নিয়ে এক ধরণের অনিশ্চয়তা রয়েছে, তাই আমাদের নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিলাম যাতে প্রয়োজন হলে তারা খেলতে পারে।"
সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে সূর্যকুমারের খারাপ ফর্ম নিয়ে রাহুল দ্রাবিড় বলেছেন, "সূর্য সত্যিই একজন ভাল খেলোয়াড়, এতে কোন সন্দেহ নেই, সে আগে তাঁর পারফরম্যান্স দেখিয়েছে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে, এমনকি ঘরোয়া সাদা বলের ক্রিকেটেও। দ্রাবিড় আরও যোগ করেছেন, “সূর্য তাঁর ভারতীয় দলে অভিষেকের আগে আইপিএলের প্রচুর প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, কিন্তু একদিনের ক্রিকেটের ক্ষেত্রে সে এতটা খেলেনি, একদিনের ক্রিকেট কখনই আইপিএল নয়। তাই আমি মনে করি সেও শিখছে, মিডিল ওভারে কীভাবে ব্যাট করতে হয় তা শেখার চেষ্টা করছে। সূর্য কুমার সত্যিই একজন ভালো খেলোয়াড়, আমরা তাঁকে যতটা সম্ভব সুযোগ দিতে চাই। এখন তাঁর কাছে সেই সুযোগগুলো রয়েছে তাই তাঁকে সেগুলো কাজে লাগাতে হবে।"