পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই দল নামাতে চলেছে দিল্লি ক্যাপিটালস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএলের শেষ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের প্লে অফ খেলার স্বপ্ন একপ্রকার প্রায় শেষ। যদিও খাতায় কলমে ডেভিড ওয়ার্নারের দল এখনও প্লে অফ খেলতে পারে। তবে সেক্ষেত্রে অন্যান্য দলকে নষ্ট করতে হবে পয়েন্ট। এরপরেও প্লে অফের অঙ্ক বেশ জটিলই হতে চলেছে সৌরভ গাঙ্গুলি-রিকি পন্টিংয়ের দলের জন্য।
শনিবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লির দল। এক নজরে দেখে নিন দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ-
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেট রক্ষক), মিচেল মার্শ, প্রিয়ম গর্গ, মনিশ পান্ডে, অক্ষর প্যাটেল, ললিত যাদব, আমান খান, রিপল প্যাটেল, কুলদীপ যাদব, অনরিখ নর্টজে
ইমপ্যাক্ট খেলোয়াড়-পৃথ্বী শ, মুস্তাফিজুর রহমান, চেতন শাকারিয়া, যশ ধুল এবং সারফারাজ খান