আসন্ন টি২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার! চোটের জেরে অনিশ্চিত এই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে প্রতিটি ভারতীয় ক্রিকেট সমর্থক তাকিয়ে রয়েছে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য। কিন্তু এই অভিযানে যাওয়ার আগে বড় ধাক্কা পেতে পারে ভারতীয় শিবির। অস্ট্রেলিয়ায় আয়োজিত টি২০ বিশ্বকাপের আগে অনিশ্চিত হয়ে পড়লেন তারকা মিডিয়াম পেসার দীপক চাহার।
দীপক চাহারের সাম্প্রতিক স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, তারকা এই পেসারকে অন্ততপক্ষে চার মাসের জন্য খেলার বাইরে থাকতে হবে। ইতিমধ্যেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কোয়াড্রিসেপের চোট সারাচ্ছিলেন চাহার, কিন্তু বোলিং করার সময় পিঠে নতুন করে চোট পান তিনি।
আর এর ফলে আগামী অক্টোবর মাসে আয়োজিত হওয়া টি২০ বিশ্বকাপের আগে চাহারের সুস্থ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও ভারতীয় দলে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের মত অভিজ্ঞ এবং শার্দুল ঠাকুর ও হর্ষাল প্যাটেলের মত তারকা পেসাররা রয়েছেন, তবে চাহারকে অবশ্যই মিস করবে ভারতীয় দল।