জস হেজলউডের পরিবর্ত খোঁজাকে গুরুত্ব বলে ভাবছে না চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত সপ্তাহে আইপিএল থেকে অব্যাহতি নিয়েছেন তারকা অসি পেসার জস হেজলউড। জৈব সুরক্ষা বলয় এবং ক্রিকেট থেকে বিরতি নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন হেজলউড, আর সেই কারণে তাকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এই পরিস্থিতিতে হেজলউডের পরিবর্ত হিসেবে এখনও কাউকে আনেনি। এবার সেই নিয়ে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট।
এই নিয়ে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, আপাতত হেজলউডের পরিবর্ত হিসেবে গুরুত্ব দিতে চাইছে না তারা। এই নিয়ে কাশী বিশ্বনাথন বলেছেন, “আমরা হেজলউডের পরিবর্ত খুঁজতে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। এখনও এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি যেহেতু এটি আমাদের কাছে গুরুতর নয়। আমাদের খুব ভালো টিম রয়েছে। হ্যাঁ, এই সমস্যাটি টিম ম্যানেজমেন্টের সাথে বসে টুর্নামেন্টের পরের দিকে ব্যবস্থা নেওয়া হবে।“
যদিও জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংস বেশ কিছু খেলোয়াড়কে হেজলউডের পরিবর্ত হিসেবে অফার করা হয়েছিল কিন্তু অধিকাংশই মুম্বইয়ে করোনা অতিমারির মাঝে দলে যোগ দিতে চাইছিলেন না।
শুধু তাই নয়, চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির ডেপুটি হিসেবে এখনই কাউকে নির্বাচিত করছে না। যদিও অনেকের ধারণা ছিল, সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজার মধ্যে একজন হবেন সহ অধিনায়ক। কিন্তু চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, কয়েকটি ম্যাচ দেখে তারা এই সিদ্ধান্ত নেবে।