সত্যিই কি চেন্নাই সুপার কিংস ছাড়ছেন জাদেজা? বড় আপডেট দিলেন দলের সিইও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের পারফর্মেন্স একেবারেই ভালো নয়। প্লেঅফসের আশা অল্প হলেও জিইয়ে রয়েছে। তবে যা খবর উঠে আসছে, তাতে চেন্নাইয়ের অন্দরমহলে পরিস্থিতি তেমন ভালো নয়।
বাজে পারফর্মেন্সের জেরে মাঝ মরশুমেই অধিনায়কত্ব মহেন্দ্র সিং ধোনিকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। এবং সদ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে চোট পাওয়ার পর জাদেজাকে আইপিএলের বাকি ম্যাচগুলি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছে।
এবার এই জল্পনা নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তিনি এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, স্রেফ ডাক্তারি পরামর্শের কারণে জাদেজাকে ছাড়া হয়েছে, কারণ জাদেজার পাঁজরে চোট লেগেছে।
এদিকে বুধবার থেকে একটি খবর ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা গিয়েছে ইনস্টাগ্রামে রবীন্দ্র জাদেজাকে আনফলো করেছে চেন্নাই সুপার কিংস। যার ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি জাদেজার সাথে সম্পর্ক ছিন্ন করতে চলেছে চারবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি?
এই নিয়ে কাশী বিশ্বনাথন বলেছেন, "সোশ্যাল মিডিয়ায় আমি কিছুই নজর দিই না। আমার কোনও জ্ঞান নেই কি চলছে ওখানে। ম্যানেজমেন্টগত দিক থেকে আমি আপনাকে বলতে পারি, কোনও সমস্যা নেই এবং যাই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, আমি অবগত নই। জাদেজা চেন্নাই সুপার কিংসের ভবিষ্যতের পরিকল্পনায় সর্বদাই অটুট রয়েছেন।"