আইপিএল থেকে অবসর নিচ্ছেন না অম্বাতি রায়ডু! জল্পনা স্পষ্ট করে দিল চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ভারতীয় ক্রিকেট মহলে একটি খবর নিয়ে হইচই শুরু হয়, যেখানে তারকা ভারতীয় ব্যাটার অম্বাতি রায়ডু টুইটারে ঘোষণা করে দেন, চলতি আইপিএল ২০২২ হতে চলেছে তার শেষ আইপিএল। আর এই নিয়ে আলোচনা শুরু হয় ক্রিকেট মহলে।
তবে তার কিছুক্ষণ বাদেই সেই টুইট ডিলিট করে দেন অম্বাতি রায়ডু। যা নিয়ে নানা জল্পনা তৈরি হয়। তবে এবার এই বিষয়ে স্পষ্টতা দিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।
তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই আইপিএলটি শেষ হতে চলেছে না অম্বাতি রায়ডুর। স্রেফ খারাপ পারফর্মেন্সের কারণে এমন টুইট করেন।
এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথন বলেছেন, "উনি নিজের পারফর্মেন্সে খুশি ছিলেন না আর সেই কারণে উনি এই টুইট করেছিলেন। তবে এখন সব ঠিক আছে, আমাদের মধ্যে কথা হয়েছে এবং উনি আমাদের সাথেই থাকবেন।"
ফলে স্পষ্ট, চেন্নাই সুপার কিংসের তরফ থেকে বার্তা পাওয়ার পরেই টুইট ডিলিট করে দেন অম্বাতি রায়ডু। আইপিএলে চার হাজারেরও বেশি রান করা এই ভারতীয় ব্যাটার চলতি টুর্নামেন্টেও ভালো ছন্দে রয়েছেন।