ভিডিও : মাঝরাতেও চেন্নাই সুপার কিংসের জন্য রাস্তায় নেমে পড়ল মানুষ! ধোনির ম্যাজিকে মুগ্ধ মুম্বই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বই শহর কখনও ঘুমোয় না, এই কথাটি সর্বজনবিদিত। কিন্তু মাঝরাতে একটি ক্রিকেট দলের জন্য রাস্তায় মানুষের ভিড়, সত্যিই এটি অদ্ভুত। তবে সেই দলের নাম যদি চেন্নাই সুপার কিংস হয়, তাহলে অবাক হওয়ার তেমন কিছু থাকে না।
শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পাঁচ উইকেটে হারে চেন্নাই সুপার কিংস। কিন্তু তা সত্ত্বেও ধোনির CSK এর জন্য আবেগ এতটুকুও কমেনি সমর্থকদের। এবং যা সম্ভাবনা, এই শেষবারই মুম্বইয়ের মাটিতে খেলে গেলেন ধোনি।
সেই কারণে ধোনিকে দেখতে মাঝ রাতে নরিম্যান পয়েন্টে চেন্নাই সুপার কিংসের হোটেলের সামনে ভিড় জমান ক্রিকেট পাগল মানুষরা। নিজের ইনস্টাগ্রামে প্রখ্যাত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ইয়ান বিশপ হোটেলের জানলা থেকে একটি ভিডিও করেন, যেখানে তিনি দেখিয়েছেন মাঝ রাতে হোটলের সামনে আমজনতা ধোনির নামে স্লোগান দিয়ে যাচ্ছেন।
যদিও রাজস্থান ম্যাচের আগে ধোনি জানিয়ে দেন, চেন্নাইতে তিনি তার শেষ খেলা খেলতে চান। যার ফলে স্পষ্ট, আগামী ২০২৩ আইপিএলেও মাহির ম্যাজিক আবারও দেখা যাবে।