এবার নো বল, ওয়াইড বলেও রিভিউ! আইপিএলের হাত ধরে ডিআরএস-এ নতুন পদক্ষেপ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরসুম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রথম কয়েকটি ম্যাচের মধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে এর জনপ্রিয়তা দ্বিগুন হয়ে গেছে। এই টুর্নামেন্টে নিয়মনীতিতে বেশ কিছু পরিবর্তন হওয়ার কারণে প্রথমবারের জন্য টি-২০ লিগে খেলোয়াড়রা নো বল এবং ওয়াইড বলের সিদ্ধান্ত রিভিউয়ের জন্য ডিআরএসের ব্যবহার করতে পারবেন। উইমেন্স প্রিমিয়ার লিগ হল প্ৰথম প্রতিযোগিতা যেখানে এই নিয়মটির বাস্তবায়ন করা হয়েছে। আসন্ন আইপিএলেও দেখা যাবে এই নিয়ম।
একটি বিবৃতিতে ডাব্লুউপিএল জানিয়েছে, “কোনো ব্যাটসম্যান আউট হয়েছেন কি হননি সেই ব্যাপারে একজন খেলোয়াড় মাঠে উপস্থিত আম্পায়ারের নেওয়া সিদ্ধান্তকে রিভিউয়ের জন্য আবেদন করতে পারেন, ‘টাইম আউট’ (প্লেয়ার রিভিউ) ছাড়া।” এতে আরও বলা হয়, “একজন খেলোয়াড় নো বল কিংবা ওয়াইড বলের ব্যাপারে মাঠে উপস্থিত আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউয়ের জন্যও আবেদন জানাতে পারবেন।”
এই নিয়মটির সুবিধা ব্যবহার, ডাব্লুউপিএলের প্ৰথম ম্যাচেই দেখা গেছে। মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টাসের ম্যাচে সাইকা ইসহাকের একটি বলকে আম্পায়ার ওয়াইড বলে ঘোষণা করেছিলেন। কিন্তু রিভিউ নেওয়ার পর সেই সিদ্ধান্ত বাতিল হয়। ডাব্লুউপিএলের দুটি ম্যাচে এই নিয়মের ব্যবহার হতে দেখে বোঝাই যাচ্ছে যে ক্রিকেটের নিয়মাবলীতে এটির সংযুক্ত হওয়া বোলার এবং ব্যাটসম্যান উভয়ের জন্যই কতটা জরুরি ছিল। আসন্ন আইপিএলেও এই নিয়মের ব্যবহার করা হবে তা একপ্রকার নিশ্চিত। কারণ টি-২০ ক্রিকেটে প্রতিটি রান এবং প্রতিটি বল খুব গুরুত্বপূর্ণ। ম্যাচের ফলাফল এই একটি রান বা বলই অনেকসময় ঠিক করে।