পাওয়ারপ্লের ব্যর্থতাই আমাদের ডুবিয়েছে! KKR এর হতাশাজনক পারফর্মেন্স নিয়ে বার্তা ম্যাককালামের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার লখনউ সুপার জায়ান্টসের কাছে ৭৫ রানে হারায় কলকাতা নাইট রাইডার্স। আর এই হারে নাইট সমর্থকরা দুষছেন টিম ম্যানেজমেন্টকে, সব থেকে বেশি সমালোচিত হচ্ছেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
তবে ম্যাককালাম মনে করেন, পাওয়ারপ্লেতে দুর্ভোগে পড়াটাই ভুগিয়েছে কেকেআরকে। লখনউয়ের বিরুদ্ধে পাওয়ারপ্লেতেই চার উইকেট হারিয়েছে নাইটরা। এছাড়া অন্যান্য ম্যাচগুলিতেও পাওয়ারপ্লেতে অস্বস্তিতে থাকত কেকেআর।
লখনউ ম্যাচের পর ম্যাককালাম বলেছেন, "আমরা পাওয়ারপ্লেতে ভুগেছি, যা এই মরশুমে আমাদের জন্য হতাশাজনক ছিল। আমরা মধ্য পর্যায়ে ভালো ছিলাম এবং ডেথেও খারাপ ছিলাম না। কিন্তু পাওয়ারপ্লেতে আমরা আটকে গিয়েছি এবং আমাদের উপায় খুঁজতে হবে যাতে খুব বেশি উইকেট না হারাই ও কিছু বাউন্ডারি মেরে আক্রমণে আসতে হবে।"
এদিকে ওপেনিং কম্বিনেশনে অনবরত বদল নিয়ে ম্যাককালাম বলেছেন, "যদি আপনি বাকি দলগুলিকে দেখেন যারা টেবিলের শীর্ষে রয়েছে, কোনও একজন ওপেনিং ব্যাটার তাদের সর্বোচ্চ রান স্কোরার। এই জায়গাতে আমরা সামলে উঠতে পারিনি। দুর্ভাগ্যবশত, কিছু খেলোয়াড় ফর্মে নেই যেখানে তারা থাকতে চেয়েছিল।
"কখনও কখনও এমনটা হতেই পারে। একটি ছোট্ট টুর্নামেন্টে, আপনাকে খেলোয়াড় পরিবর্তন করতেই হয়। খুব হতাশাজনক ছিল বটে, তবে ছেলেরা প্রচন্ড পরিশ্রম করছে। আমাদের পক্ষে এটি কাজ করেনি, তবে ওদের চেষ্টাকে দোষ দিতে পারি না।"
শেষে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে ম্যাককালাম বলেছেন, "ও সেই রান পায়নি যেটা ও চেয়েছিল। আমাদের বাধ্য হয়ে অন্য বিকল্পের দিকে তাকাতে হয়েছে। এটি হতাশাজনক কারোর জন্য যে গত সাত-আট মাসে ভারতকে প্রতিনিধিত্ব করেছে এবং গত আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়েছে।"
"ওর জন্য এটি হতাশাজনক বটেই। ও নেটে কঠিন পরিশ্রম করছে, নিজের ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা ক্রছে। সেটিকে অবশ্যই মাথায় রাখা হবে। আগামী ম্যাচগুলিতে ওকে অবশ্যই ধরা হবে। এটা ভেঙ্কির দ্বিতীয় বছর। দলগুলি তাকে নিয়ে হোমওয়ার্ক করেছে, যেটি এই টুর্নামেন্ট ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে আমরা দেখে এসেছি। ভেঙ্কটেশের কাছে সুযোগ রয়েছে নিজের খেলার উপর কাজ করার ও উন্নতি করে আরও শক্তিশালী উপায়ে ফিরে আসার।"