"ডেভিলিয়ার্সের জন্য টি-২০তে ২০০ রান করতে পারিনি!" বক্তা ক্রিস গেইল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০১৩ আইপিএলকে মানুষ মনে রেখেছেন ক্রিস গেইলের একটি বিশেষ ইনিংসের জন্য। পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ১৭৫ রানে নট আউট ছিলেন গেইল। যা আজও টি-২০ এর ইতিহাসে সর্বোচ্চ রান। সম্প্রতি সেই বিষয়েই কথা বলতে গিয়ে গেইল জানিয়েছেন যে, গেইল সেদিন দ্বিশত রান করতে পারতেন। কিন্তু পারেন নি এবি ডেভিলিয়ার্সের জন্য।
জিও সিনেমার একটি শোতে রবিন উত্থাপাকে মজা করে গেইল বলেন, ব্যাঙ্গালোর বনাম পুনে ওয়ারিয়ার্সের সেই ম্যাচ চলাকালীন আরসিবির ডাগআউট থেকে নির্দেশ আসতে থাকে যাতে ব্যাটিং স্ট্রাইকে ডেভিলিয়ার্স থাকেন।
প্রসঙ্গত সেই সময় এবি ডেভিলিয়ার্স নিজের কেরিয়ারের সেরা ফর্মে ছিলেন। স্বাভাবিক ভাবেই তিনি ব্যাট করতে নামার পর ডাগ আউট থেকে নির্দেশ যায় যাতে তিনি বেশি সংখ্যক বল খেলার সুযোগ পান।
গেইল বলেন, "এবি এসেই ৮ বলে প্রায় ৩০ রান করেন। যদি না তারা 'ক্রিস, এবিকে স্ট্রাইক দাও' বলতো তাহলে আমি ২১৫ রান করতে পারতাম।"