চ্যাম্পিয়নের মত খেলে সানরাইজার্সকে অস্তাচলে পাঠালো চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টপাররা টপেই উঠল আবার। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কার্যত অনায়াসে জিতল চেন্নাই সুপার কিংস। আর এই জয়ের মূল কৃতিত্ব যায় দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এবং ফাফ ডু প্লেসিসের অর্ধশতরানের ইনিংসে।
টসে জিতে প্রথমে ব্যাট করে বেশ ধীরগতিতে খেলছিল সানরাইজার্স। শুরুতে জনি বেয়ারস্টোর উইকেট হারালেও দায়িত্ব সামলান অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৫৭) এবং মনীশ পান্ডে (৬১)। দুজনে অর্ধশতরান করলেও রান রেট বেশ কম ছিল। এরপর কেন উইলিয়ামসন ও কেদার যাদবের ঝোড়ো ক্যামিও ইনিংসের জেরে হায়দ্রাবাদ ১৭১ রান তুলতে পারে।
ইনিংসের শেষ দুই ওভারে ৩৩ রান দিয়ে আসেন শার্দুল ঠাকুর ও স্যাম কারান। যদিও ভালো বোলিং করেন লুঙ্গি এনগিডি, দুই উইকেট নেন। এছাড়া দীপক চাহার ও মইন আলি অত্যন্ত কৃপণ বোলিং করেন।
১৭২ রানের জবাবে দারুণ শুরু করে চেন্নাই। দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (৭৫) ও ফাফ ডু প্লেসিস (৫৬) ১২৯ রানের ওপেনিং পার্টনারশিপ খাঁড়া করেন। আর এই দুর্দান্ত জুটির জেরে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় সানরাইজার্সের থেকে। আর শেষে ম্যাচ জিতিয়ে ফেরেন সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা। নয় বল বাকি থাকতে সাত উইকেটে জেতে চেন্নাই।
সানরাইজার্সের হয়ে তিনটি উইকেটই নেন রশিদ খান। তবে এদিন ভুবনেশ্বর কুমারের অভাব ভুগছিল হায়দ্রাবাদ। যদিও সন্দীপ শর্মা ও সিদ্ধার্থ কল ভালোই বোলিং করেছেন, কিন্তু চাপ তৈরি করতে পারেননি চেন্নাইয়ের ব্যাটসম্যানদের উপর। এই জয়ের জেরে আবারও লিগ তালিকার শীর্ষে চলে এল তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।