শেষ ওভারের নাটকে কলকাতাকে কিস্তিমাত করে দিল চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুপার সানডেকে একেবারে যথার্থতা দিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। থ্রিলার ম্যাচে কলকাতাকে দুই উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠল চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাদেজার শেষ মুহুর্তের ঝলকে হারতে থাকা ম্যাচ জিতে ফিরল চেন্নাই।
টসে জিতে প্রথমে ব্যাট করে কলকাতা। রাহুল ত্রিপাঠি (৪৫), নীতিশ রানা (অপরাজিত ৩৭) ও শেষে দীনেশ কার্তিক (২৬) এর দুরন্ত ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্স ছয় উইকেটে ১৭১ রান করে। শেষ তিন ওভারে ৪৪ রান মেরে বড় রান খাঁড়া করে কেকেআর।
চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন রবীন্দ্র জাদেজা (১-২১) ও শার্দুল ঠাকুর (২-২০)। তবে প্রচুর রান দিয়ে বসেন জস হেজলউড (২-৪০) ও স্যাম কারান (০-৫৬)।
জবাবে দারুণ শুরু করে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড় (৪০) ও ফাফ ডু প্লেসিস (৪৩) ভালো ওপেনিং জুটি খাঁড়া করেন। এরপর মইন আলি (৩২) এসে ইনিংসটিকে আরও এগিয়ে নিয়ে যান। তবে মাঝে কলকাতা খেলাটিকে ভালোমত ধরে নেয়।
ধোনি ও রায়না আউট হওয়ার পর ম্যাচটি পুরোপুরি কলকাতার দিকে ঘুরে যায়। তবে শেষের দিকে মাত্র ৮ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। শেষ ওভারে যখন ৪ রান বাকি, তখন সুনীল নারাইন স্যাম কারান ও জাদেজার উইকেট নিয়ে চাপ বাড়িয়ে দেন। কিন্তু শেষ বলে দীপক চাহার সিঙ্গল নিয়ে ম্যাচ জিতিয়ে দেন চেন্নাইকে।