IPL 2022 : চার আনার পেপসি, ইউজি ভাই সেক্সি! চাহালকে নিয়ে মজার গান বাটলারের - দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাজস্থান রয়্যালসের দুই ক্রিকেটার জস বাটলার ও যুজবেন্দ্র চাহাল। এবং মাঠের বাইরে দুজনের বন্ধুত্বও দেখার মত। আর তাদের বন্ধুত্বের নানা নজির দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।
এবার যুজবেন্দ্র চাহালকে সেক্সি বলে সম্বোধন করলেন জস বাটলার। রবিবার রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে বাটলার চাহালের উদ্দেশ্যে গাইছেন, "চার আনার পেপসি, ইউজি ভাই সেক্সি।" আর এই ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
বলা বাহুল্য, সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়ার ঘরোয়া সিরিজেও এই স্লোগান শুনতে পাওয়া গিয়েছিল দর্শকদের তরফ থেকে। ভারতীয় সমাজেও অত্যন্ত জনপ্রিয় এই স্লোগান। এবার এক ইংরেজের মুখ থেকে আসছে এই স্লোগান, যা সত্যিই অবাক করার মত।
চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ ধরে রেখেছেন বাটলার-চাহাল। একদিকে ১১ ম্যাচে ৬১৮ রান করে শীর্ষ রান সংগ্রাহক হিসেবে রয়েছেন এই ইংরেজ উইকেটকিপার-ব্যাটার, অন্যদিকে ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ভারতীয় লেগস্পিনার।