IPL 2022 : সিইও ভেঙ্কি মাইসোরও দল নির্বাচনে যুক্ত থাকেন, বিস্ফোরক মন্তব্য শ্রেয়াস আইয়ারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫২ রানে হারিয়ে প্লেঅফসের আশা জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ম্যাচের পর একটি বিস্ফোরক মন্তব্য ছুঁড়ে দিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার, যা নিয়ে বিতর্ক তৈরি হবেই।
চলতি আইপিএলে কেকেআরের দল নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রথম একাদশে এক সাথে একাধিক পরিবর্তন ও ধারাবাহিকতা বজায় না রাখা নিয়ে বেজায় সমালোচিত হতেন ব্রেন্ডন ম্যাককালাম-ডেভিড হাসির টিম ম্যানেজমেন্ট। তবে মুম্বই ম্যাচের পর শ্রেয়াস আইয়ার প্রেজেন্টেশনে বলে উঠলেন, ফ্র্যাঞ্চাইজির সিইও ভেঙ্কি মাইসোরও দল নির্বাচনে যুক্ত থাকেন।
দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে শ্রেয়াস বলেছেন, "খুবই কঠিন (দলে পরিবর্তন আনা)। আমি নিজেও এই জায়গায় ছিলাম যখন আমি আইপিএল খেলতে শুরু করি। আমরা কোচেদের সাথে আলোচনা করি, সিইও নিজেও যুক্ত থাকেন এই দল নির্বাচনে। ম্যাককালাম খেলোয়াড়দের কাছে যায় এবং বলে যদি ওরা না খেলে। প্রত্যেকে খুব সমর্থন করেছে এই সিদ্ধান্ত তৈরিতে। যেভাবে ওরা মাঠে নামে, এই একাদশের প্রতিটা ব্যক্তিত্ব, একজন অধিনায়ক হিসেবে তা আমায় গর্ব করে।"
মুম্বই ম্যাচের আগেও পাঁচটি পরিবর্তন নিয়ে নামে কলকাতা, যদিও সেই পরিবর্তনগুলি কাজে এসেছে। তবে দল নির্বাচনে সিইওর ভূমিকা কতটা, সেটা নিয়ে কিন্তু জল্পনা থেকেই গেল।