ভারতীয় ক্রিকেটাররা কি বিদেশে খেলতে পারবেন? বড় আপডেট দিলেন আইপিএল চেয়ারম্যান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সম্প্রতি আইপিএলের নতুন চেয়ারম্যান অরুন ধুমাল, আইপিএল এর ভবিষ্যৎ এবং ভারতীয় ক্রিকেটারদের বিদেশী লিগে খেলা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন।
আইপিএল এর ভবিষ্যত সম্পর্কে অরুন ধুমাল বলেছেন, "আইপিএল এখনের থেকে আরও বড় লিগ হতে চলেছে এবং ভবিষ্যতে বিশ্বের এক নম্বর স্পোর্টস লিগ হবে। আমরা আইপিএলে কিছু অভিনভত্ব আনতে চাই যা সমর্থক বন্ধুত্বপূর্ণ হবে। যারা মাঠে এসে খেলা দেখেন এবং যারা টেলিভিশনে খেলা দেখেন সকল সমর্থকদের ভালো অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব আমরা।"
দেশীয় খেলোয়াড়দের বিদেশে খেলা নিয়ে অরুন ধুমাল জানিয়েছেন, "বিসিসিআই এর নীতি অনুযায়ী চুক্তিবদ্ধ খেলোয়াড়রা অন্য দেশের লিগে অংশ গ্রহণ করতে বা খেলতে পারবে না। এমনকি চুক্তিবদ্ধ নয় এমন ক্রিকেটাররাও দেশের লিগে খেলা নিয়ে উচ্চাকাঙ্ক্ষী।"
এছাড়াও তিনি জানিয়েছেন আইপিএলের দল সংখ্যা এই মুহূর্তে বাড়বেনা। ১০ টি দলেই খেলা হবে আসন্ন আইপিএল।