"নিজেকে চিমটি কাটছিলাম"- আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যয়বহুল ক্রিকেটার হয়ে জানালেন ক্যামেরন গ্রিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রাক্তন তারকা ক্রিকেটার পোলার্ডের বদলি হিসাবে দলে নিয়েছে ক্যামেরন গ্রিনকে। ১৭.৫ কোটির বিনিময় অপেক্ষাকৃত অনভিজ্ঞ গ্রিনকে দলে নেওয়ায় ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজি বেশ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
নিলামে গ্রিনের নাম ওঠার পর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালের সাথে বিডিং এর লড়াইয়ে নামে মুম্বাই। ২৩ বছর বয়সী অস্ট্রেলীয় অল রাউন্ডারকে নিয়ে এমন টানাটানি দেখে গ্রিন নিজে জানিয়েছেন যে সেই সময় তিনি স্নায়ুচাপে ছিলেন।
গ্রিন বলেছেন, "আমি নিজেকে চিমটি কেটেছিলাম এসব দেখে। নিজের নিলাম হতে দেখা সত্যি খুব অদ্ভুদ অনুভূতি। আমি বিশ্বাস করতে পারছি না আমি কতোটা স্নায়ুচাপে ছিলাম এবং আমি কাঁপছিলাম যখন চূড়ান্ত বিডিংটি যখন সমাপ্ত হয়। আমি সব সময়েই আইপিএল এর বড় ভক্ত ছিলাম এবং আইপিএলের একটি অংশ হওয়া এক দারুণ ব্যাপার হবে। মুম্বাই ইন্ডিয়ান্স এই প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল, তাই আমি গর্বিত এই দলের অংশ হতে পেরে। আমি পরের বছর খেলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।"
মুম্বাইয়ের তারকা খচিত দলে গ্রিনের যোগদান আইপিএলের অন্যান্য দলকে বেশ চিন্তায় রাখবে।