KKR কোচ ব্রেন্ডন ম্যাককালামের ক্রিকেটের বুদ্ধি নিয়ে চরম সমালোচনা প্রাক্তন পাক ক্রিকেটারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার সালমান বাট সমালোচনা করেছেন কলকাতা নাইট রাইডার্স হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের ক্রিকেট শৈলীর। চলতি আইপিএলে কলকাতার খারাপ পারফর্মেন্সের জন্য রোষের মুখে পড়েছেন ম্যাককালাম।
নিজের ইউটিউব চ্যানেলে ম্যাককালাম বলেছেন, "ম্যাককালামের কিছু সমস্যা রয়েছে। উনি একটাই জিনিস জানেন। উনি পিচ, মাঠ, নিজেরা কি স্কোর করবে, প্রতিপক্ষের জন্য কতটা স্কোর তোলা উচিত - এই নিয়ে মাথা ঘামান না। উনি শুধু স্বাধীনভাবে খেলবেন, ভয়ডরহীন ক্রিকেট খেলবেন। মাঝে মধ্যে ভয়ডরহীন ক্রিকেট খেলতে গিয়ে দুর্বোধ্য ক্রিকেট খেলে বসেন।"
এছাড়াও বাট ম্যাককালামের ক্রিকেটের সমালোচনা করেন একটি বিশেষ উদাহরণ দিয়ে, যেখানে পাকিস্তান সুপার লিগে ২০১৭ ও ২০১৮ সালে লাহোর কালান্দার্সের অধিনায়ক ছিলেন ম্যাককালাম, এবং সেই দুই মরশুমই অন্তিম স্থানে শেষ করে লাহোর।
এই নিয়ে বাট বলেন, "আমরা লাহোর কালান্দার্সে তা দেখেছি। ম্যাককালামের ভয়ডরহীন ক্রিকেটের অর্থ হল বুদ্ধিকে বাইরে রেখে না দেখে মারো। যদি ১৫ ওভার বাকি থাকতে ৭ উইকেট পড়ে যায়, তাও উনি ঐ এক আগ্রাসী ক্রিকেট খেলতে বলবেন।"
সদ্য ব্রেন্ডন ম্যাককালামকে ইংল্যান্ড টেস্ট দলের হেড কোচের পদ দেওয়া হয়েছে।