আইপিএল ২০২৩-এ জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, গান করবেন দেশের গর্ব অরিজিৎ সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আগামী ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে মেগা আইপিএল ২০২৩, এবার আইপিএল থাকছে নানান চমক। করোনা মহামারি কাটিয়ে দর্শক ফিরেছে গ্যালারিতে। গতবছর মূলত মুম্বই, পুনে এবং আহমেদাবাদ জুড়ে আইপিএল অনুষ্ঠিত হয়। তবে এবার আইপিএলের ১৬ তম মরশুম হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরে আসছে, যেখানে সমস্ত দল লিগ পর্বে ৭টি হোম গেম এবং ৭টি অ্যাওয়ে গেম খেলবে অর্থাৎ ১০ টি স্টেডিয়ামেই হবে আইপিএলের ম্যাচ। ৫২ দিনে মোট ১২ টি ভেন্যুতে মোট ৭০টি লিগ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে।আইপিএল ২০২৩-এ ১৮টি ডাবল হেডার থাকবে, দুপুরের খেলাগুলি মূলত ভারতীয় সময় ৩:৩০শুরু হবে এবং সন্ধ্যার খেলাগুলি ৭:৩০ থেকে শুরু হবে।
প্রতি বছরই আমরা দেখে থাকি আইপিএলের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে থাকে জমকালো অনুষ্ঠান। এবছর আইপিএলের উদ্বোধনী ম্যাচ ৩১শে মার্চ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে এই উদ্বোধনী ম্যাচ। গতবছর উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল, এআর রহমান, রণবীর সিং, গায়ক মোহিত চৌহান ও প্রমুখ প্রখ্যাত শিল্পীদের। এবছরও থাকছে জমকালো অনুষ্ঠানের সুব্যবস্থা।
বিসিসিআই সূত্র মারফত জানা গেছে, প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং উপস্থিত থাকবেন মেগা ফাইনালে। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে পারফর্মেন্সও করতে দেখা যাবে। এছাড়াও থাকবেন আরও বিশিষ্ট শিল্পীরা। তবে কারা কারা থাকছেন সেই বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে অরিজিৎ সিংয়ের পারফর্মেন্স দেখতে যে উৎসাহিত থাকবেন সমর্থকরা সে বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না।