রিপোর্ট : চেন্নাই সুপার কিংসের সাথে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন রবীন্দ্র জাদেজা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে জল্পনা চলছিল, এবার হয়ত তা সত্যি হতে পারে। একাধিক রিপোর্ট অনুযায়ী, চেন্নাই সুপার কিংস ছাড়তে চলেছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। যা খবর ,আসন্ন আইপিএল ট্রেডিং উইন্ডোতে নিজেকে তালিকাভুক্ত করতে চাইছেন জাদেজা এবং অন্যান্য দলের অফার দেখে নিতে চান তিনি।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, গত আইপিএলের পর থেকে সিএসকে ও জাদেজার মধ্যে কোনও যোগাযোগ হয়নি এবং দুই পক্ষের মধ্যে বিচ্ছেদ অনিবার্য। গত আইপিএলে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পরে, জাদেজা ফ্র্যাঞ্চাইজির সাথে কোনও যোগাযোগ রাখেননি। এরপর আইপিএলের মাঝেই পাঁজরের চোটের কারণে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করাতে গিয়েছিলেন, অথচ সেই বিষয়ে সিএসকে-কে কিছুই জানাননি জাদেজা।
এদিকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে চেন্নাইয়ের সমস্ত পোস্ট ডিলিট করেন জাদেজা। এবং সদ্য মহেন্দ্র সিং ধোনির জন্মদিন উপলক্ষ্যে দলের ক্রিকেটারদের যে শুভেচ্ছাবার্তার ভিডিও ছেড়েছিল চেন্নাই, তাতে একমাত্র ছিলেন না জাদেজা।
কিন্তু ট্রেডিং উইন্ডোতে যাওয়ার জন্য জাদেজাকে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের সাথে বসতে হবে। আর সেই সময়ে সিএসকে কর্তারা শেষ চেষ্টা করতে পারে, যাতে জাদেজা চেন্নাইয়ে থেকে যান। কিন্তু জাদেজার ঘনিষ্ট মহল জানিয়েছে, তিনি চেন্নাই দল ছাড়তে চান। এই নিয়ে ঘনিষ্ট মহলের এক সূত্র বলেছেন, "এটি পরিষ্কার যে উনি অখুশি ও ব্যথিত। উনি অন্যান্য অপশন খুঁজবেন। দেখা যাক বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়।"
গত ১০ বছর চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত ছিলেন জাদেজা, এবং দুটি আইপিএল খেতাবও জিতেছেন তাদের হয়ে। তবে গত আইপিএলে জাদেজা অধিনায়কত্ব পাওয়ার পর চেন্নাই আট ম্যাচে ছয়টি হেরেছে। জাদেজার নিজের পারফর্মেন্সও খারাপ ছিল, মাত্র ১১১ রান করেছেন এবং তিন উইকেট নিয়েছেন। যার ফলে জাদেজাকে নেতৃত্ব থেকে সরতে হয়।