মাঠে কবে ফিরছেন ময়ঙ্ক যাদব? বড় আপডেট দিলেন কেএল রাহুল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রতিটি আইপিএল একজন তরুণ ভারতীয় প্রতিভার জন্ম দেয়। ২০২৪ আইপিএলেও এই প্রথার লঙ্ঘন হয়নি। বর্তমানে ক্রিকেট মহলে একটাই নাম। ময়ঙ্ক যাদব। তরুণ এই পেস বোলার আইপিএলের প্রথম দুই ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ। করেছেন ২০২৪ আইপিএলের দ্রুততম বলটি। তবে দুরন্ত গতিতে শুরু করার পরেই বাধা হয়ে দাড়িয়েছে চোট। কবে ফিরবেন ময়ঙ্ক? লখনউ অধিনায়ক কে এল রাহুল জানালেন এই বিষয়।
ময়ঙ্ক ২০২৪ আইপিএলের প্রথম দুই ম্যাচেই ৩ টি করে উইকেট পেয়েছেন। শুধু দ্রুতগতির বোলিংই নয়, গতির সাথে সঠিক লাইন-লেন্থ বজায় রাখাও তাঁর বড় গুণ। ইতিমধ্যে তাঁকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে দেখতে চাইছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। তবে চোট নিয়ে চিন্তায় সকলেই।
শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাজয়ের পর রাহুলকে ময়ঙ্কের বিষয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "ময়ঙ্ক খুব খারাপ পরিস্থিতিতে নেই, তিনি ভালোই অনুভব করছেন, তবে আমরা তাঁকে নিয়ে কোনও রকম তাড়াহুড়ো করতে চাইনা। তিনি একজন তরুণ ক্রিকেটার, তাঁর শরীর রক্ষা করতে হবে আমাদের। তিনি খেলতে চাইছেন তবে তাঁকে আরও কিছু সময় আমরা আটকে রাখছি। হয়তো আর দুটি ম্যাচ পরেই তিনি ফিরে আসবেন।"