দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে দুর্ঘটনা! চোট পেলেন অভিষেক পোড়েল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতায় তিন দিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস দল। আজ, সোমবার এই প্রস্তুতি শিবিরের শেষ দিন। আর শেষ দিনে ঘটে গেল বড় দুর্ঘটনা।
সোমবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরে চোট পান বাংলার উইকেটকিপার অভিষেক পোড়েল। স্পিনারের বিরুদ্ধে কিপিং করতে গিয়ে বাঁ চোখের নীচে আঘাত পান অভিষেক। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত মাসে যখন দিল্লির প্রস্তুতি শিবির হয়েছিল কলকাতায়, সেখানে ট্রায়ালে এসেছিলেন অভিষেক পোড়েল। এবারের শিবিরের তিন দিনই ছিলেন অভিষেক। ঋষভ পন্থের চোটের কারণে উইকেটকিপারের খোঁজে রয়েছে দিল্লি। সেখানে অভিষেকের প্রতি নজর রেখেছে দিল্লি ম্যানেজমেন্ট।
সদ্য রঞ্জি ট্রফিতে বেশ ভালো পারফর্ম করেছেন অভিষেক। যুব স্তর থেকেই ধারাবাহিকভাবে গ্লাভস ও ব্যাট হাতে ভালো খেলে গিয়েছেন পোড়েল। সম্প্রতি আইপিএলের নিলামে ডাক না পেলেও দিল্লি ক্যাপিটালসের শিবিরে সৌরভ গাঙ্গুলির নজর কাড়বেন অভিষেক পোড়েল, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।