আইপিএল ও ঘরোয়া টি২০তে এই চাঞ্চল্যকর নিয়ম আনতে চলেছে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল ও সৈয়দ মুস্তাক আলি ট্রফির মত টি২০ টুর্নামেন্টগুলিতে এক চাঞ্চল্যকর নিয়ম আনতে চলেছে বিসিসিআই। এই নিয়ম হল, ইমপ্যাক্ট প্লেয়ার। কি আছে এই নিয়মে, চলুন জেনে নিই।
বিসিসিআইয়ের তরফ থেকে জানা গিয়েছে, এই ইমপ্যাক্ট প্লেয়ার হল একজন পরিবর্ত খেলোয়াড়, যা প্রতিটি দলে থাকবে এবং খেলায় অংশগ্রহণ করতে পারবে। এই নিয়ে বিসিসিআই ইতিমধ্যেই সমস্ত রাজ্য অ্যাসোসিয়েশনকে সার্কুলার পাঠিয়েছে।
সেই সার্কুলারে বলা হয়েছে, "টি২০ ক্রিকেটের উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধিতে, এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা খেলার নতুন ক্ষেত্রকে বিচরণ করি এবং শুধু দর্শকদের জন্য নয়, অংশগ্রহণকারী দলগুলির স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গি আরও আকর্ষণীয় করা যায় যাতে এই ফর্ম্যাট আরও স্পেশ্যাল হয়।"
এরপর ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম উল্লেখ করে বিসিসিআই লিখেছে, "প্রতিটি দলকে প্রথম একাদশের সাথে সাথে চারটি পরিবর্তের নাম ঘোষণা করে হবে টসের সময়। এই চার পরিবর্তের মধ্যে, একজন খেলোয়াড়কে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা যাবে।"
এরকম অনুরুপ একটি নিয়ম রয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে, যেখানে এর নাম রয়েছে 'এক্স ফ্যাক্টর প্লেয়ার'। এই এক্স ফ্যাক্টর প্লেয়ার দলের দ্বাদশ বা ত্রয়োদশ খেলোয়াড় হতে পারেন, যিনি প্রথম ইনিংসের দশম ওভারের পর নামতে পারেন এবং তিনি এমন এক খেলোয়াড়কে পরিবর্তন করতে পারবেন যিনি এক ওভারের বেশি ব্যাট বা বল করেননি।
তবে ইমপ্যাক্ট প্লেয়ার যে খেলোয়াড়ের পরিবর্তে আসবেন, তিনি সেই ম্যাচে আর অংশগ্রহণ করতে পারবেন না। তবে কোনও ফিল্ডার ইনিংসের মাঝে চোট পেলে, সেক্ষেত্রে পুরোনো পরিবর্ত ফিল্ডার আনার নিয়ম থাকবে। এবং এই ইমপ্যাক্ট প্লেয়ার আনার বিষয়ে অন ফিল্ড আম্পায়ারদের জানাতে হবে অধিনায়ক, হেড কোচ ও টিম ম্যানেজারকে।